ঢাকা     রোববার   ০৬ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২৪ ১৪৩১

নড়াইলে ছাত্র আন্দোলনে হামলা: আ.লীগ নেতা গ্রেপ্তার 

নড়াইল প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৬, ৩ এপ্রিল ২০২৫  
নড়াইলে ছাত্র আন্দোলনে হামলা: আ.লীগ নেতা গ্রেপ্তার 

গ্রেপ্তার খোকন চৌধুরী

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ওরফে খোকন চৌধুরী (৫৬) কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে উলা গ্রামের তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। মামলার পর তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার কর্মসূচি চলাকালে লোহাগড়ার সিএন্ডবি চৌরাস্তায় হামলা চালানো হয়। এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছোড়া এবং ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে নড়াইল জেলার মুখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমানসহ আরো ১৩ জন শিক্ষার্থীকে রামদা, বাঁশের লাঠি, লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয় বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।

আরো পড়ুন:

এ ঘটনায় গত বছরের ৯ ডিসেম্বর রাতে কাজী ইয়াজুর রহমান বাদী হয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৯৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ৩০০ থেকে ৩৫০ জনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা করেন। এই মামলায় মিজানুর রহমান ওরফে খোকন চৌধুরী কে ৬২ নম্বর আসামি করা হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, দুপুরে ছাত্র আন্দোলনে হামলার মামলায় এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। 

ঢাকা/শরিফুল/বকুল


সর্বশেষ

পাঠকপ্রিয়