রাঙামাটিতে বিজু সাংগ্রাই বৈসুক বিষু বিহু উৎসব শুরু
রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

রাঙামাটিতে শুরু হয়েছে সাত দিনব্যাপী বিজু সাংগ্রাই বৈসুক বিষু বিহু মেলা
পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর প্রধান সামাজিক আনন্দ আয়োজন বিজু সাংগ্রাই বৈসুক বিষু বিহু উপলক্ষে উৎসব শুরু হয়েছে। আর এই উৎসবকে ঘিরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের যৌথ আয়োজনে শুরু হয়েছে সাত দিনব্যাপী বিজু সাংগ্রাই বৈসুক বিষু বিহু মেলা ।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকালে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিটিউট মাঠে মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা এনডিসি, পিএসসি।
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
সাত দিনব্যাপী বিজু সাংগ্রাই বৈসুক বিষু বিহু মেলার উদ্বোধন
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক রুনেল চাকমা।
মেলার প্রথমদিনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। যেখানে প্রায় তিন শতাধিক ক্ষুদে চিত্রশিল্পী রঙ তুলির মাধ্যমে পাহাড়ি জীবনধারা ফুটিয়ে তোলে।
মেলায় প্রায় ১৮০টি স্টল রয়েছে। যেখানে পাহাড়ে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষেরা তাদের ঐতিহ্যবাহী পোশাক, খাবার-দাবারসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই মেলায় লোক সমাগম বাড়তে শুরু করেছে।
এসময় চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, পাংখোয়া, খিয়াং, লুসাই, অহমিয়া, গুর্খা শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয়েছে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।
ঢাকা/শংকর/টিপু