ঢাকা     বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২৭ ১৪৩১

চুরি করতে এসে পোশাক ও ছবি ফেলে গেল চোর!

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৯, ৪ এপ্রিল ২০২৫   আপডেট: ১১:৩৩, ৪ এপ্রিল ২০২৫
চুরি করতে এসে পোশাক ও ছবি ফেলে গেল চোর!

চোর চক্র ফেলে গেছে পোশাক ও ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পাইনাদি পশ্চিম ধনুহাজি রোড এলাকায় নগদ প্রায় দুইলাখ টাকা, ৬০-৬৫ হাজার টাকার বিভিন্ন ব্রান্ডের সিগারেটসহ দোকানের সরঞ্জাম চুরি করে নিয়ে যায় চোরের দল। তবে সংঘবদ্ধ এই চোর চক্র নিজেদের পোশাক ও ছবি ফেলেই চলে গেছে ।  

এর মধ্যে রয়েছে একটি শার্ট, একটি পাঞ্জাবি, ১টি শাবল ও ব্লেড এবং পাসপোর্ট সাইজের তিনটি ছবি (যার একটি ছবি তাদের ভাড়াটিয়ারও), হাতে লেখা অনেকগুলো মোবাইল নম্বরের একটি কাগজ ও সাভার থানার মামলা নম্বরের একটি কাগজ। 

ওই এলাকার ব্যবসায়ী নিজামের ফ্ল্যাট বাসায় ঈদের রাত থেকে বৃহস্পতিবার আসরের মধ্যে কোন এক সময় এ চুরি সংঘটিত হয়। 

ভুক্তভোগী ব্যবসায়ী জানান, অ্যাডজাস্ট ফ্যানের জায়গা দিয়ে প্রবেশ করে ঘরের তালা ভেঙে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। 

তিনি আরও জানান, পাইনাদী পশ্চিম ধনুহাজী ব্রিজের পশ্চিমে ৪ তলা ভবন নির্মাণ করে ব্যবসায়ীর ভাই জাহাঙ্গীর। সেই বাসায় জাহাঙ্গীরসহ তিনি বসবাস করে আসছিলেন।  বাসায় ৩টি ফ্ল্যাট ভাড়াও দিয়েছেন তারা।  

বাড়ির মালিক জাহাঙ্গীর জানান, তার ভাই নিজাম ঈদের রাতে তাদের গ্রামের বাড়ি নোয়াখালীতে বেড়াতে যান।  বেড়ানো শেষে বৃহস্পতিবার বিকেলে বাসায় এসে দেখেন তার ফ্ল্যাটের একটি দরজার তালা ভাঙা ও অ্যাজডাস্ট ফ্যানটি নেই। পরবর্তীতে বাসায় ঢুকে দেখেন তার বাসায় থাকা নগদ ৮৪ হাজার টাকা, প্লাস্টিকের ৩ টি ব্যাংকে (ঘরে টাকা জমানোর) থাকা আনুমানিক ৭০-৮০ হাজার টাকা, ৬০-৬৫ হাজার টাকার বিভিন্ন ব্রান্ডের সিগারেট, প্রায় ২০০ পিস কোমলপানীয়, বিস্কুট, চকলেটসহ দোকানের সরঞ্জাম চোর নিয়ে গেছে।  

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, “এ ঘটনায় অভিযোগ পেয়েছি, আমরা চোরদের শনাক্ত করে গ্রেপ্তার করার চেষ্টা করছি।”

ঢাকা/অনিক/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়