ঢাকা     শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১২ ১৪৩২

প্রেমার মৃত্যু, বেঁচে রইল না পরিবারের কেউ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৩, ৪ এপ্রিল ২০২৫   আপডেট: ১৭:১৭, ৪ এপ্রিল ২০২৫
প্রেমার মৃত্যু, বেঁচে রইল না পরিবারের কেউ

দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন থাকা তরুণী তাসনিয়া ইসলাম প্রেমা (১৮) মৃত্যুবরণ করেছেন। 

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় ভয়াবহ মর্মান্তিক সেই দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন থাকা তরুণী তাসনিয়া ইসলাম প্রেমা (১৮) মৃত্যুবরণ করেছেন। 

শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রেমার মৃত্যুর মধ্যে দিয়ে এই দুর্ঘটনায় একটি পুরো পরিবারের সবাই মারা গেল। এ নিয়ে এই সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১১ জন। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. ধীমান চৌধুরী তরুণী প্রেমার মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, গত বুধবার লোহাগাড়ার ভয়াবহ দুর্ঘটনায় আহত প্রেমা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার দুপুরে প্রেমার মৃত্যু হয়।

প্রেমার মৃত্যুর মধ্যে দিয়ে ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সবাই মৃত্যু বরণ করেছে। এর আগে দুর্ঘটনার দিন ঘটনাস্থলেই মারা যান প্রেমার বাবা রফিকুল ইসলাম শামীম (৪৬), মা লুৎফুন নাহার সুমি (৩৫), বোন লিয়ানা (৮) আনিশা আক্তার (১৪) এবং শামীমের ভাগনি তানিফা ইয়াসমিন (১৬)। গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন রফিকুল ইসলাম শামীমের বড় মেয়ে প্রেমা। সেও আজ দুনিয়া থেকে বিদায় নিলো। 

প্রসঙ্গত, গত বুধবার (২ এপ্রিল) সকাল ৭টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার জাঙ্গালিয়া চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ১০ জনের মৃত্যু হয়।

ঢাকা/রেজাউল/এস


সর্বশেষ

পাঠকপ্রিয়