ঢাকা     রোববার   ০৬ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২৩ ১৪৩১

জুসে চেতনানাশক মিশিয়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, যশোর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৬, ৪ এপ্রিল ২০২৫  
জুসে চেতনানাশক মিশিয়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ

যশোর শহরের বুনোপাড়া এলাকায় জুসের সঙ্গে চেতনানাশক মিশিয়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রেমিক ও তার এক বন্ধুর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন ভুক্তভোগী তরুণী।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই তরুণীর সঙ্গে শংকরপুরের এক তরুণের তিন বছরের প্রেমের সম্পর্ক। ঈদের দিন সন্ধ্যায় ঘুরতে যাওয়ার কথা বলে প্রেমিকাকে বাসা থেকে ডেকে নিয়ে যায় সেই তরুণ। পরে কৌশলে বুনোপাড়ার একটি ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয় তরুণীকে। ফ্ল্যাটের বাইরে পাহারায় ছিল সেই তরুণের বন্ধু।

ফ্ল্যাটে ঢোকার পর ওই তরুণীকে জুস খেতে দেওয়া হয়। জুস পান করার পর তিনি অর্ধচেতন হয়ে পড়েন। সেই সুযোগে তাকে ধর্ষণ করা হয়। তরুণী চিৎকার করলে তাকে হত্যাসহ নানা ধরনের হুমকি দেওয়া হয়। পরে বিষয়টি পরিবারের কাছে জানিয়ে বৃহস্পতিবার রাতে থানায় মামলা করেন ভুক্তভোগী তরুণী।

কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, মামলাটি গ্রহণ করা হয়েছে। তবে, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। অভিযুক্ত তরুণ ও তার বন্ধুকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।

ঢাকা/রিটন/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়