মাছ ব্যবসায়ীকে হত্যার পর গণপিটুনিতে যুবকের মৃত্যু
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

রাজশাহীর বাগমারা উপজেলার রাণশিবাজার এলাকায় শুক্রবার (৪ এপ্রিল) আব্দুর রাজ্জাক (৩১) নামের এক মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার পর উত্তেজিত জনতার পিটুনিতে নিহত হয়েছেন অভিযুক্ত যুবক আমিনুল ইসলাম (৩৩)। আব্দুর রাজ্জাক নওগাঁর আত্রাই উপজেলার গোঁলাবাড়ি গ্রামের বাসিন্দা ছিলেন।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে রাণশিবাজার এলাকায় মাদকাসক্ত আমিনুল ইসলাম মাছ বিক্রির টাকা ছিনিয়ে নিতে আব্দুর রাজ্জাককে ছুরিকাঘাত করেন। বাজারের লোকজন আমিনুলকে ধাওয়া দিয়ে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে বাগমারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমিনুলকে উদ্ধার করে। এর কিছুক্ষণ পর প্রায় দেড় হাজার লোক বাজারে এসে পুলিশকে মারধর করে আমিনুলকে ছিনিয়ে নেয় এবং পিটিয়ে হত্যা করে।
ওসি জানান, এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ঢাকা/কেয়া/রফিক