ঢাকা     রোববার   ০৬ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২৩ ১৪৩১

কবি ও সাহিত্যিক আজহারুল ইসলাম আর নেই

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০২, ৪ এপ্রিল ২০২৫  
কবি ও সাহিত্যিক আজহারুল ইসলাম আর নেই

কবি ও সাহিত্যিক আজহারুল ইসলাম

কবি ও সাহিত্যিক আজহারুল ইসলাম আর নেই। শুক্রবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়েইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, মেয়ে ও ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বায়রা ইউনিয়নের চারাভাঙা গ্রামে ১৯৫৩ সালের ১৫ জুলাই জন্মগ্রহণ করেন আজহারুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করে কিছুদিন সাংবাদিকতা করেন। এরপর তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০৯ সালে তিনি অবসর গ্রহণ করেন।

আজহারুল ইসলাম ছিলেন একাধারে কবি, সাহিত্যিক, গবেষক ও সংগঠক। তাঁর গ্রন্থের মধ্যে মানিকগঞ্জের শত মানিক, বিপ্লবীদের জীবন কথা, বিক্রমপুরের ইতিহাস ও ব্যক্তিত্ব, সমাপ্তির ইতিহাস, শুধু তোমার জন্যসহ বেশ কয়েকটি কবিতার বইও রয়েছে। এছাড়া তিনি মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ এবং মানিকগঞ্জ জাদুঘরের প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলেন।

শুক্রবার বাদ মাগরিব মানিকগঞ্জ শহরের বান্দুটিয়া এলাকায় মানিকগঞ্জ জাদুঘর প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে সিঙ্গাইরের চারাভাঙা গ্রামে দ্বিতীয় জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক জানিয়েছে।

ঢাকা/চন্দন/এস


সর্বশেষ

পাঠকপ্রিয়