ঢাকা     সোমবার   ১৪ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১ ১৪৩২

লোহাগড়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৭, ৫ এপ্রিল ২০২৫   আপডেট: ১১:৫৬, ৫ এপ্রিল ২০২৫
লোহাগড়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

ফাইল ফটো

নড়াইলের লোহাগড়ায় মোটরসাইকেলের ধাক্কায় ডাকু মোল্যা (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ডাকু মোল্যা উপজেলার দিঘলিয়া ইউনিয়নের দিঘলিয়া গ্রামের পূর্ব পাড়ার বাসিন্দা। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডাকু মোল্যা প্রতিদিনের মতো বাড়ির পাশের মসজিদে নামাজ পড়তে যান। নামাজ শেষে বাড়ি ফেরার পথে দ্রুতগামী একটি মোটরসাইকেলে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

ঢাকা/শরিফুল/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়