দিনাজপুরের তাপমাত্রা ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াস
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

গরম থেকে বাঁচতে গাছের নিচে দাঁড়িয়ে কথা বলছেন কয়েকজন ব্যক্তি। শনিবার বিকেলে তোলা ছবি
দিনাজপুরের ওপর দিয়ে বইছে মৃদু তাপপ্রবাহ। এর ফলে অতি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছে না মানুষ। কাজ করতে না পেরে নিন্ম আয়ের মানুষদের গাছের নিচে বা দোকানের ভেতরে আশ্রয় নিতে দেখা গেছে।
শনিবার (৫ এপ্রিল) বিকেল ৩টায় দিনাজপুর জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াস। বিকেলে বিষয়টি জানিয়েছেন জেলা আবহাওয়া অফিস ইনচার্জ তোফাজ্জল হোসেন।
তোফাজ্জল হোসেন বলেন, “আজ শনিবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা বিকেল ৩টায় ছিল ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।”
ঢাকা/মোসলেম/মাসুদ