ঢাকা     সোমবার   ১৪ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১ ১৪৩২

গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে তারেক রহমানের পক্ষে সহায়তা

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৯, ৫ এপ্রিল ২০২৫  
গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে তারেক রহমানের পক্ষে সহায়তা

শহীদদের পরিবার এবং আহতদের আর্থিক সহায়তা

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মাদারীপুর জেলায় শহীদদের পরিবারের সদস্য এবং আহতদের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) সকালে কালকিনি উপজেলা ছাত্রদলের আয়োজনে উপজেলার রমজানপুর ইউনিয়নের চরপালরদী গ্রামের শহীদ সিফাতের বাড়িতে মাদারীপুরে আহত ও শহীদ ১৭ পরিবারের সদস্যদের সঙ্গে তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহায়তা তুলে দেন দলের সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।

এ সময় আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, ‘‘দেশের মাটিতে আর কোনো ফ্যাসিস্ট যেন জন্মাতে না পারে, সেটাই আমাদের লক্ষ্য।’’

আরো পড়ুন:

তিনি আরো বলেন, ‘‘আমরা বর্তমান সরকারের কাছে অনুরোধ করব, অতি শীঘ্রই নির্বাচনের তফসিল ঘোষণা করে গণতান্ত্রিক সরকারের হাতে দেশকে তুলে দিন। সেই গণতান্ত্রিক সরকারই এই ফ্যাসিস্টদের বিচারের কাজ শুরু করবে। যে সরকার নির্বিচারে গুম, খুন, হত্যা করলো আমরা এই ফ্যাসিস্টদের বাংলার মাটিতে বিচার করতে চাই এবং তাদের ফাঁসি চাই।’’

এ সময় কালকিনি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে ও সদস্য সচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুর হক বেপারীসহ জেলা, উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকা/বেলাল/বকুল


সর্বশেষ

পাঠকপ্রিয়