কর্মস্থলে ফিরছেন উত্তরাঞ্চলের মানুষ
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে ঈদ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন দেশের উত্তরাঞ্চলের মানুষ। রবিবার (৬ এপ্রিল) সরকারি অফিস ও বিভিন্ন শিল্পকারখানা খোলা থাকায় আজ শনিবার সকাল থেকেই তারা ফিরতে শুরু করেন।
শনিবার (৫ এপ্রিল) সকাল থেকেই দুই মহাসড়কে ফিরতি মানুষের চাপ লক্ষ্য করা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ি থেকে আসা মানুষের সংখ্যা আরো বৃদ্ধি পেতে শুরু করে। মহাসড়কে যানজট ও ভোগান্তি ছিল না বলে জানান কর্মস্থলে ফিরে আসা এসব মানুষ।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় আজ বিকেলে সরেজমিনে দেখা যায়, উত্তরবঙ্গ থেকে বিভিন্ন পরিবহনে শত শত মানুষ কর্মস্থলে ফিরছেন। তাদের প্রত্যেকের হাতে ছিল ব্যাগ। কারো মুখে ছিল না ভোগান্তির ছাপ। মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন থাকতে দেখা গেছে। তারা যানজট নিরসনে কাজ করছিলেন। কোথাও তারা কোনো যানবাহনকে ৫ মিনিটের বেশি দাঁড়াতে দিচ্ছিলেন না।
ঈদ শেষে বাড়ি থেকে ফেরা সালমা আক্তার নামে এক কারখানা শ্রমিক বলেন, “মঙ্গলবার আমাদের কারখানা ছুটি। এরপরও দুইদিন আগেই ফিরলাম। বাসা গোছানো ও বিশ্রাম নিতেই আগে ফিরে আসা। রাস্তায় কোনো ভোগান্তি ছিল না। আরামেই আসতে পেরেছি।”
আবু হানিফ নামে আরেক শ্রমিক বলেন, “এবারের ঈদযাত্রা ছিল মনে রাখার মতো। যাওয়ার সময় যানজট ছিল না। আসার সময়ও কোনো সমস্যা হয়নি। সন্তান নিয়ে খুব ভালোভাবে ঈদ করে ফিরতে পেরেছি। সোমবার থেকে আবারো কর্মজীবন শুরু।”
সালনা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রইচ উদ্দিন বলেন, “ছুটি শেষে মানুষ ফিরতে শুরু করেছে। যাওয়ার পথে যেমন ভোগান্তি হয়নি, তেমনি ফেরার পথেও তাদের ভোগান্তি হচ্ছে না। ঈদের ছুটিতে বাড়ি যাওয়া মানুষ যাতে কর্মস্থলে নিরাপদে ফিরতে পারেন এজন্য মহাসড়ক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন।”
ঢাকা/রেজাউল/মাসুদ