ঢাকা     সোমবার   ১৪ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১ ১৪৩২

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৭, ৬ এপ্রিল ২০২৫   আপডেট: ০৯:৪২, ৬ এপ্রিল ২০২৫
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

কুমিল্লার চৌদ্দগ্রামে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার বসুয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে একদল দুর্বৃত্ত মুজিবুল হকের বাড়িতে হামলা চালায়। এসময় তারা তিনতলা ভবনের নীচতলা ও দোতলায় ভাঙচুর করে। সর্বশেষ ভবনের নীচতলায় পড়ে থাকা মালামালে আগুন ধরিয়ে দেয় তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী এক যুবক বলেন, ‘‘শনিবার আসরের নামাজের পর একদল দুর্বৃত্ত ‘সন্ত্রাসীদের আস্তানা চৌদ্দগ্রামে থাকবে না’ স্লোগান দিতে দিতে মজিবুল হকের বাড়িতে প্রবেশ করে। পরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর পুনরায় তারা মিছিল করতে করতে বাড়ি থেকে বের হয়ে যায়।’’

আরো পড়ুন:

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। ফায়ার সার্ভিসের লোকজনও আসে। কিন্তু, এর আগেই আগুন নিভিয়ে ফেলা হয় এবং হামলাকারীরাও চলে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

মুজিবুল হক কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য। আওয়ামী লীগ সরকারের পতনের পর সপরিবারে আত্মগোপনে চলে যান তিনি।

ঢাকা/রুবেল/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়