ফরিদপুরে চোরের রডের আঘাতে প্রবাসীর মৃত্যু
ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

নিহত প্রবাসীর স্বজনের কান্না
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কোনা গ্রামে গভীর রাতে চোরের রডের আঘাতে জামাল মাতুব্বর (৫৫) নামে একজন প্রবাসী মারা গেছেন।
শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাত দুইটার দিকে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত জামাল মাতুব্বর কোনা গ্রামের হাতেম মাতুব্বরের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের থেকে জানা যায়, প্রবাসী জামাল মাতুব্বর মালয়েশিয়া ৩০ বছর ছিলেন। গত এক মাস আগে বাড়িতে আসেন এরপর বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার বসত ঘরে চুরি করার উদ্দেশ্যে একদল চোর শুক্রবার গভীর রাতে জানালার লক কেটে ঘরে ঢুকে। একপর্যায়ে লোহার রড দিয়ে জামাল মাতুব্বরের গোপনাঙ্গে আঘাত করে। গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফর আলী বলেন, “চোর চক্রের সদস্যরা ঘরে ঢুকলে সম্ভবত তাদের চিনে ফেলার কারণে এ ঘটনা ঘটায়। এখনো পরিবারের লোকজন কোন প্রকার অভিযোগ করেনি। আমরা প্রকৃত ঘটনা উদঘাটন করে ব্যবস্থা গ্রহণ করছি।”
ঢাকা/তামিম/টিপু