ঢাকা     বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৪ ১৪৩২

ভাই-ভাতিজার হামলায় আহত শহিদুল মারা গেছেন

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৬, ৬ এপ্রিল ২০২৫   আপডেট: ১০:৩০, ৬ এপ্রিল ২০২৫
ভাই-ভাতিজার হামলায় আহত শহিদুল মারা গেছেন

ফাইল ফটো

কুষ্টিয়ার দৌলতপুরে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাই ও ভাতিজার হামলায় আহত শহিদুল বিশ্বাস (৬০) মারা গেছেন। শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকাপাড়ায় নিজ বাড়িতে মারা যান তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি বাড়ির ভেতর দিয়ে পানি যাওয়াকে কেন্দ্র করে শহিদুল বিশ্বাসের সঙ্গে ছোট ভাই জাহাঙ্গীর ও ভাতিজা সুইটের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শহিদুল ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালান তারা। এতে শহিদুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে দীর্ঘদিন চিকিৎসা শেষে ১৫ দিন আগে বাড়ি ফেরেন তিনি। তবে, বাড়ি ফিরলেও অসুস্থ ছিলেন। শনিবার সন্ধ্যায় নিজ বাড়িতে মারা যান তিনি।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা বলেন, ‘‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে না পেলে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ বলা সম্ভব নয়।’’

আরো পড়ুন:

পুলিশ জানায়, হামলার পরদিন শহিদুলের আরেক ভাই আকবর আলী দৌলতপুর থানায় ছয়জনকে আসামি করে একটি মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে। বর্তমানে অভিযুক্তরা জামিনে রয়েছেন।

ঢাকা/কাঞ্চন/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়