প্রতিপক্ষের হামলায় যুবদল নেতার মৃত্যু, অভিযুক্তের বাড়িতে আগুন
মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

মিরান হোসেন। ফাইল ফটো
মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় আহত যুবদল নেতা মিরান হোসেন (৪৩) মারা গেছেন। শনিবার (৫ এপ্রিল) ঢাকার নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মিরানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ লোকজন অভিযুক্ত জামিরুল ইসলামের নাকোলের বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার উপজেলার নাকোল মল্লিকপাড়া জামে মসজিদে মুসল্লিদের কাছ থেকে আদায়কৃত টাকার হিসাব নিয়ে মসজিদ কমিটির সাবেক সভাপতি জামিরুল ইসলামের সঙ্গে যুবদল নেতা মিরান হোসেনের বাকবিতণ্ডা হয়। এসময় জামিরুলের সমর্থিতরা মিরান হোসেনের ওপর হামলা চালায় বলে অভিযোগ। মাথায় লাঠির আঘাতে মিরান গুরুতর আহত হলে তাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও পরে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, ‘‘আহত যুবদল নেতার মৃত্যুর খবর পাওয়ার পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’’
স্থানীয় যুবদলের নেতা-কর্মীদের ভাষ্যমতে, ১৫ বছরের বেশি সময় ধরে জেলা যুবদলের কমিটি না হওয়ায় মিরান হোসেনের কোনো পদ নেই। তবে, তিনি যুবদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন।
ঢাকা/শাহীন/রাজীব