একই রশিতে ঝুলছিল মা ও ছেলের লাশ
ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ফাইল ফটো
ঝালকাঠির নলছিটিতে রেইনট্রি গাছের সঙ্গে একই রশিতে ঝুলে থাকা মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৬ এপ্রিল) সকালে উপজেলার মগড় ইউনিয়নের পূর্ব সুজাবাদ রায়াপুর এলাকার মাঝি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তিরা হলেন- রুবি বেগম (৫৫) ও আসাদ মাঝি (৩৫)। তারা ওই এলাকার মুদিদোকানি হানিফ মাঝির স্ত্রী ও ছেলে।
হানিফ মাঝি অভিযোগ করে বলেন, ‘‘একই এলাকার সিরাজ হাওলাদারের মেয়ে গত রমজানে নিখোঁজ হয়। এরপর থেকেই দাবি করা হচ্ছিল, আসাদ তার মেয়েকে লুকিয়ে রেখেছে। এ ঘটনার জেরে সিরাজের ছেলে সাদ্দাম আসাদকে মারধর করে। এরপর বিভিন্নভাবে হুমকি ও চাপ দেওয়া হচ্ছিল। এ কারণে আমার স্ত্রী ও ছেলে আত্মহত্যা করেছে।’’
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, ‘‘মা-ছেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানয় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’’
ঢাকা/অলোক/রাজীব