ঢাকা     সোমবার   ১৪ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১ ১৪৩২

চাটমোহরে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৫, ৬ এপ্রিল ২০২৫  
চাটমোহরে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

ফাইল ফটো

পাবনার চাটমোহরে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে হোসেন আলী (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। রবিবার (৬ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে পৌর শহরের জারদিস মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত হোসেন আলী ছোট শালিকা মহল্লার মৃত আব্দুল আজিজের ছেলে ও অটোরিকশার চালক ছিল।

স্থানীয়রা জানান, সকালে অটোরিকশায় যাত্রী নিয়ে জারদিস মোড় এলাকায় পৌঁছায় হোসেন আলী। এসময় মোড় ঘুরতে গেলে অটোরিকশাটি উল্টে হোসেন আলী আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল আলম বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’’

ঢাকা/শাহীন/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়