ঢাকা     বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২৭ ১৪৩১

গতিবিধি সন্দেহজনক, মাদককাণ্ডে পুলিশ কনস্টেবলকে জনতার ধোলাই

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৯, ৬ এপ্রিল ২০২৫   আপডেট: ১৭:০০, ৬ এপ্রিল ২০২৫
গতিবিধি সন্দেহজনক, মাদককাণ্ডে পুলিশ কনস্টেবলকে জনতার ধোলাই

টাঙ্গাইলের দেলদুয়ারে ইয়াবা কিনতে গিয়ে দুই পুলিশ কনস্টেবল গণধোলাইয়ের শিকার হয়েছেন।  

রবিবার (৩০ মার্চ) রাতে দেলদুয়ারের কুপাখী গ্রামে ঘটনাটি ঘটলেও সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়। 

এ ঘটনায় দেলদুয়ার থানার উপপ‌রিদর্শক নন্দন চন্দ্র সরকার বাদী হ‌য়ে ওই দুই পুলিশ সদস্য এবং দুই মাদকসেবী‌কে আসামি করে থানায় মামলা ক‌রেন। প‌রে তা‌দের কারাগা‌রে পাঠা‌নো হয়।  

অভিযুক্ত দুই কনস্টেবল ফারহান হোসেন ওরফে সানি এবং না‌দের খান কা‌লিহাতী সা‌র্কেলে কর্মরত ছিলেন। 

ঘটনার দিন রাতে কুপাখী গ্রামের মাদককারবারি খায়রুলের বাড়ি থেকে ৫০টি ইয়াবা ক্রয় করে চার যুবক। গতিবিধি সন্দেহজনক হলে স্থানীয় জনতা তাদের আটক করে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাথুলি গ্রামের শচিন্দ্র চন্দ্র মন্ডলের পুত্র শুভ মন্ডল, কালিয়াকৈর থানার বড়ইবাড়ী গ্রামের মৃত শওকত খানের ছেলে মো. নাদের খান, একই এলাকার মো. নূর হোসেনের ছেলে মো. ফরহাদ হোসেন সানিকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় চার যুবকের একজন পা‌লি‌য়ে যায়। এদের মধ্যে সানি এবং না‌দের খান পুলিশের সদস্য।  

এ প্রসঙ্গে সহকারী পু‌লিশ সুপার কালিহাতী সা‌র্কেলের আব্দুল্লাহ আল ইমরানের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি। তবে টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচএম মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানিয়েছেন, মাদক মামলার পর অভিযুক্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কাওছার//


সর্বশেষ

পাঠকপ্রিয়