ঢাকা     বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২৭ ১৪৩১

শেখ হাসিনার ফাঁসির দাবি জানিয়েছেন অভ্যুত্থানে শহীদদের পরিবার

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৮, ৬ এপ্রিল ২০২৫  
শেখ হাসিনার ফাঁসির দাবি জানিয়েছেন অভ্যুত্থানে শহীদদের পরিবার

জুলাই অভ্যুত্থানে পঞ্চগড়ের শহীদ পরিবারের সদস্যরা অবস্থান কর্মসূচি পালন করেন

শেখ হাসিনার ফাাঁসির দাবি জানিয়েছেন জুলাই অভ্যুত্থানে পঞ্চগড়ের শহীদ পরিবারের সদস্যরা। সেইসঙ্গে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান।

রবিবার (৬ এপ্রিল) দুপুরে পঞ্চগড় শহীদ মিনারের সামনে ঢাকা-বাংলাবান্ধা মহাসড়কে ‘ওয়ারিয়রস অব জুলাই’ ও ‘জুলাই যোদ্ধা ইউনিটি’ আয়োজিত অবস্থান কর্মসূচিতে এ সব দাবি করেন তারা। ঘণ্টাব্যাপি এই অবস্থান কর্মসূচিতে জুলাই গণঅভ্যুত্থান, ঢাকার শাপলা চত্বরে এবং পিলখানায় হত্যার বিচারের দাবি জানানো হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখেন শহীদ সাজু ইসলামের স্ত্রী শারমিন আক্তার, শহীদ সাগরের মা ছখিনা বেগম, শহীদ সুমন ইসলামের বাবা হামিদ ইসলাম, জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক সৈয়দ সুলতান মাহমুদ, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মাহফুজুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি শাহ পরান, জেলা ওয়ারিয়ার্স অব জুলাই এর সদস্য সচিব সাজেদুর রহমান, সংগঠক আতিকুর রহমান, রাব্বু প্রমুখ। অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা ওয়ারিয়ার্স অব জুলাই-এর আহ্বায়ক আব্দুল্লাহ আল মাসুদ রানা।

আরো পড়ুন:

এ সময় বক্তারা বলেন, ‘‘তপ্ত রৌদ্রে দাঁড়িয়ে জুলাই গণহত্যার খুনি শেখ হাসিনার এখনো বিচার চাইতে হচ্ছে। আর তিনি ভারতে আরাম আয়েসে আছেন। এটা হতে পারে না। অনেকে খুনিদের পুনর্বাসনের উদ্যোগ নিচ্ছেন। এটা মেনে নেয়া হবে না।’’

তারা বলেন, ‘‘শাপলা চত্বরে হাজার হাজার আলেমকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। পিলখানায় সেনা সদস্যদের হত্যা করা হয়েছে। আমরা হত্যার বিচার চাই। আওয়ামী লীগ একটা ভোট চোরের দল, ছাত্র হত্যাকারীর দল। এই দলকে নিষিদ্ধ করতেই হবে।’’

ঢাকা/নাঈম/বকুল


সর্বশেষ

পাঠকপ্রিয়