ঢাকা     বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৪ ১৪৩২

তিস্তা মহাপরিকল্পনা: বিকল্প বিনিয়োগকারীদের সঙ্গেও আলোচনার আহ্বান

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৪, ৬ এপ্রিল ২০২৫   আপডেট: ১৭:৪৭, ৬ এপ্রিল ২০২৫
তিস্তা মহাপরিকল্পনা: বিকল্প বিনিয়োগকারীদের সঙ্গেও আলোচনার আহ্বান

মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন রংপুর বিভাগ বৈষম্য নিরসন আন্দোলনের প্রধান উপদেষ্টা ড. আব্দুল্লাহ আল মামুন

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সম্প্রতি চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এই বিনিয়োগে সুদের হার, ঋণের মেয়াদ ও গ্রেস পিরিয়ডের বিষয়গুলো বিবেচনায় নিয়ে বিকল্প বিনিয়োগকারীদের সঙ্গেও সমান্তরাল আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন রংপুর বিভাগ বৈষম্য নিরসন আন্দোলনের প্রধান উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আব্দুল্লাহ আল মামুন।

রবিবার (৬ এপ্রিল) দুপুরে রংপুর সার্কিট হাউসে আয়োজিত মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের এ সব কথা বলেন। 

ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘‘দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চল উন্নয়ন থেকে বঞ্চিত। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই। তবে একমাত্র চীনের উপর নির্ভর না করে জাপান, বিশ্বব্যাংকসহ অন্যান্য সম্ভাব্য অর্থায়নকারী সংস্থার সঙ্গে সমান্তরালভাবে আলোচনা করা দরকার।’’ 

আরো পড়ুন:

সরকারের রাজনৈতিক দূরদর্শিতা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, ‘‘শুধু চুক্তি নয়, বাস্তবায়নের দিকেও গুরুত্ব দিতে হবে।’’ এ সময় তিনি নিজস্ব অর্থায়নের সম্ভাবনাও খতিয়ে দেখার দাবি জানান। 

মতবিনিময় সভায় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা/আমিরুল/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়