ঢাকা     সোমবার   ১৪ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১ ১৪৩২

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ 

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৮, ৬ এপ্রিল ২০২৫   আপডেট: ১৮:০৯, ৬ এপ্রিল ২০২৫
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ 

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ এপ্রিল) জোহরের নামাজ শেষে ফেনী শহরের জহিরিয়া মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। ফেনী জেলা ভলেনটিয়ার ফ্যামিলি এই মিছিলের আয়োজন করে।

মিছিলে অংশগ্রহণকারীরা এসময় বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা ‘ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব চাই’, ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন কর’ বলে স্লোগান দেন।

আরো পড়ুন:

সমাবেশে বক্তারা বলেন, আমাদের লজ্জা হয় যে, আমরা এখনো এই বর্বরতার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারিনি। গাজায় যা হচ্ছে তা প্রতিরোধে আন্তর্জাতিক মহলের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত। 

ফেনী জেলা ভলেনটিয়ার ফ্যামিলির প্রতিনিধি ওসমান গনি রাসেল বলেন, “গাঁজায় গণহত্যা চলছে।”

সংগঠনটির অপর প্রতিনিধি নুর নবী হাসান বলেন, “মানবাধিকার সংস্থাগুলোর ভূমিকা আজ প্রশ্নবিদ্ধ। এই অবস্থায় বিশ্বব্যাপী সাধারণ মানুষের ঐক্য ছাড়া মুক্তির পথ নেই।”

ঢাকা/সাহাব/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়