ঢাকা     সোমবার   ১৪ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১ ১৪৩২

নারায়ণগঞ্জে রিভলবারসহ কিশোর গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪০, ৬ এপ্রিল ২০২৫   আপডেট: ১৮:৪১, ৬ এপ্রিল ২০২৫
নারায়ণগঞ্জে রিভলবারসহ কিশোর গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত কিশোর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রিভলবার ও ম্যাগাজিনসহ বায়েজিদ হোসেন (১৪) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৬ এপ্রিল) তাকে অস্ত্র আইনে আদালতে পাঠানো হয়েছে। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী এতথ্য জানান।

এর আগে, গতকাল শনিবার রাত আড়াইটার দিকে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল কর্ণগোপ এলাকা থেকে ওই কিশোরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার বায়েজিদ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার মানিকপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। সে রূপগঞ্জের কর্ণগোপ এলাকার শফিকুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া।

আরো পড়ুন:

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, কর্ণগোপ এলাকার তানভীরের পুকুরের দক্ষিণ পাশে গাজীর পাইপ ফ্যাক্টরি থেকে গন্ধর্বপুরগামী পাকা রাস্তার ওপর চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এসময় বায়েজিদ নামে এক কিশোরকে তল্লাশি করা হয়। তার কোমর থেকে একটি রিভলবার ও পকেট থেকে একটি খালি ম্যাগাজিন উদ্ধার হয়। আজ রবিবার দুপুরে অস্ত্র আইনে মামলা রুজু করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা/অনিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়