ঢাকা     সোমবার   ১৪ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১ ১৪৩২

কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিপন্ন প্রজাতির মৃত কচ্ছপ 

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০১, ৬ এপ্রিল ২০২৫  
কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিপন্ন প্রজাতির মৃত কচ্ছপ 

সৈকতে ভেসে আসা মৃত কচ্ছপ

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে অলিভ রিডলি প্রজাতির বিপন্ন মৃত সামুদ্রিক কচ্ছপ ভেসে এসেছে। এক মণ ওজনের কচ্ছপটির দৈর্ঘ্য প্রায় ৩ ফুট। এর গায়ের রঙ লালচে বাদামি ও চামড়া হলুদ রঙের।

রবিবার (৬ এপ্রিল) বিকেলে লেম্বুর বন সংলগ্ন সৈকতে স্থানীয়রা কচ্ছপটি দেখতে পায়। পরে খবর পেয়ে স্থানীয় স্বেচ্ছাসেবীরা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি বন বিভাগে অবহিত করেন।

স্থানীয়রা জানান, কচ্ছপটির গলায় কালো দাগ রয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, এটি জেলেদের জালে আটকে গভীর সাগরে মারা যায়। পরে জোয়ারের সময় তীরে ভেসে আসে। 

আরো পড়ুন:

আমরা কুয়াকাটাবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি হাফিজুর রহমান আকাশ জানান, এটি পূর্ণবয়স্ক অলিভ রিডলি প্রজাতির কচ্ছপ। বিষয়টি বনবিভাগে অবহিত করা হয়েছে। বনবিভাগের সমন্বয়ে এটি মাটি চাপা দেওয়া হবে।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটি সামুদ্রিক সরীসৃপ। চেলোনিডি পরিবারের অন্তর্গত। চামড়া হলুদ থেকে বাদামি রঙের হয় এবং খোসা সাধারণত লালচে বাদামি হয়। এ কচ্ছপ প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত লিঙ্গের বাহ্যিক পার্থক্য দেখা যায় না। সবচেয়ে স্পষ্ট পার্থক্য হলো, প্রাপ্তবয়স্ক পুরুষদের পুরু লেজ এবং মহিলাদের তুলনায় ছোট প্লাস্ট্রন (নিম্ন খোলস)।

মহিপুর বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম জানান, কচ্ছপটি মাটিচাপা দেওয়ার জন্য বিট কর্মকর্তা ও বনকর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
 

ঢাকা/ইমরান/বকুল 


সর্বশেষ

পাঠকপ্রিয়