ঢাকা     শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১২ ১৪৩২

নাটোরে অবৈধভাবে মাটি বিক্রি করায় জরিমানা

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২২, ৬ এপ্রিল ২০২৫  
নাটোরে অবৈধভাবে মাটি বিক্রি করায় জরিমানা

নাটোরের সিংড়া উপজেলায় অবৈধভাবে মাটি বিক্রি করার অপরাধে মো. মোজাফফর নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

রবিবার (৬ এপ্রিল) বিকেল ৫টায় উপজেলার চৌগ্রাম ইউনিয়নের তেরবাড়িয়া এলাকায় সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী সরদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম রব্বানী সরদার জানান, উপজেলার তেরবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে মাটি বিক্রি করায় একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। তাৎক্ষণাত তিনি জরিমানার অর্থ পরিশোধ করেন।

আরো পড়ুন:

ঢাকা/আরিফুল/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়