বগুড়ায় দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগে আটক ১
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

রাকিব। ফাইল ফটো
বগুড়ায় দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগে রাকিব (২৭) নামের একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রবিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় জেলার শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম থেকে তাকে আটক করা হয়। রাকিব ওই এলাকার আব্দুল মতিনের ছেলে।
বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইন্সপেক্টর রাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, রবিবার বিকেলে সাড়ে ৩টার দিকে বগুড়া শহরের জেলখানা মোড় এলাকায় দুই সাংবাদিকের ওপর হামলা চালানো হয়।
আহত দুই সাংবাদিক হলেন- দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার উত্তরাঞ্চল প্রতিনিধি ও মাছরাঙা টেলিভিশনের বগুড়া প্রতিনিধি খোরশেদ আলম এবং অনলাইন পোর্টাল বগুড়া লাইভের স্টাফ করেসপন্ডেন্ট আসাফুদৌলা নিয়ন।
ইন্সপেক্টর রাকিব হোসেন বলেন, ‘‘দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ পাওয়ার পর আশপাশের সিসিটিভি ফুটেজে দেখে জড়িতদের শনাক্ত ও আটকে অভিযান চালায় পুলিশ। এ ঘটনায় জড়িত রাকিব নামের একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকে পুলিশের অভিযান চলছে।’’
ঢাকা/এনাম/রাজীব