ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাগেরহাটে বহুতল ভবনে আগুন, নিহত ১

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৫, ৭ এপ্রিল ২০২৫   আপডেট: ১৩:০৬, ৭ এপ্রিল ২০২৫
বাগেরহাটে বহুতল ভবনে আগুন, নিহত ১

বাগেরহাটের চিতলমারীতে একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম অনিতা (৫০)। তিনি ওই ভবনে অবস্থিত একটি ক্লিনিকে কাজ করতেন।

সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ও উদ্ধার কাজে অংশ নেয়।

আরো পড়ুন:

স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচতলা বিশিষ্ট ওই ভবনে চারটি ব্যাংকের শাখা, বিভিন্ন কোম্পানির শোরুম ও একটি বেসরকারি ক্লিনিক রয়েছে।

বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’’

ঢাকা/শহিদুল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়