মেহেরপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
মেহেরপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৩:৪৯, ৭ এপ্রিল ২০২৫
আপডেট: ১৩:৫১, ৭ এপ্রিল ২০২৫
ফাইল ফটো
মেহেরপুরের মুজিবনগরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টায় মুজিবনগর-দর্শনা সড়কের বল্লভপুর গুড়িতলার মাঠে এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘‘অজ্ঞাত এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।’’
স্থানীয়দের বরাতে তিনি আরো বলেন, ‘‘অজ্ঞাত নারী গত কয়েকদিন ধরে ওই এলাকায় ঘোরাফেরা করছিলেন। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’’
ঢাকা/ফারুক/রাজীব