ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা, দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ
রাইজিংবিডি ডেস্ক || রাইজিংবিডি.কম

ইসরায়েলি বাহিনীর বর্বরতার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সারা দেশে বিক্ষোভ হয়েছে। ছবি: রাইজিংবিডি
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বরতার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সোমবার (৭ এপ্রিল) সারা দেশে বিক্ষোভ কর্মসূচি হয়েছে। রাইজিংবিডি ডটকমের নিজস্ব প্রতিবেদক, জেলা প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন।
মিছিলে উত্তাল ময়মনসিংহ
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মিছিলে মিছিলে উত্তাল ময়মনসিংহ নগরী। সোমবার সকালে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ নগরীর টাউন হল মোড়ে জড়ো হন। এ সময় মাথায় কালো কাপড় ও হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানানো হয়। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম খান বলেন, “গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি সকাল থেকে চলমান রয়েছে। সেসব কর্মসূচি যেন শান্তিপূর্ণভাবে শেষ হয় সে লক্ষ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে।”
কক্সবাজারে মিছিল
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে কক্সবাজার জেলায় বিভিন্ন উপজেলা ও শহরে প্রতিবাদ মিছিল হয়েছে। সোমবার দুপুরে এসব মিছিল জেলার বিভিন্ন প্রান্ত থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কক্সবাজারের বিভিন্ন উপজেলায় স্থানীয় সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোর উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।
কুষ্টিয়ায় বিক্ষোভ
ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল হয়েছে। বিক্ষোভ মিছিলে অংশ নেন বিভিন্ন সংগঠন ও সাধারণ জনতা। সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আলহাজ্ব আহমদ আলী, সাধারণ সম্পাদক জি এম তাওহীদ আনোয়ার প্রমুখ।
আশুলিয়ায় বিক্ষোভ
গাজার জনগণের প্রতি সংহতি জানাতে সাভারের আশুলিয়ায় বিক্ষোভ মিছিল করেছেন জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটের (নিটার) শিক্ষার্থীরা। সোমবার দুপুরে ক্যাম্পাসের ‘ইয়ার্ন শেড’ প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের অভ্যন্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
কালীগঞ্জে বিক্ষোভ মিছিল
গাজীপুরের কালীগঞ্জে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ ও বিক্ষোভ কর্মসূচি হয়েছে। সোমবার কালীগঞ্জের সর্বস্তরের জনগণের আয়োজনে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কালীগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণে শেষে কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভায় মিলিত হয়।
কিশোরগঞ্জে বিক্ষোভ
কিশোরগঞ্জে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ বিক্ষোভ কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহীদি মসজিদ চত্বরে কিশোরগঞ্জ সর্বস্তরের ছাত্র-জনতার উপস্থিতিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচিতে সবার অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে বিভিন্ন ধর্মীয়, রাজনৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যানারে হাজার হাজার মানুষ অংশ নেন।
যশোরে বিক্ষোভ
ফিলিস্তিনে চলমান নির্মম গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে ফুঁসে উঠেছে যশোরের ছাত্র-জনতা। সকাল ১১টায় শহরের দড়াটানা ভৈরব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ হয়। পরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যশোর ঈদগাহ মোড়ে গিয়ে শেষ হয়।
ফিলিস্তিনে হত্যাযজ্ঞের প্রতিবাদ নাটোরে
দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানিয়ে নাটোরে ফিলিস্তিনি হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সর্বদলীয় তৌহিদি জনতা। কয়েক ঘণ্টাব্যাপী সমাবেশটি সঞ্চালনা করেন হেফাজতে ইসলাম নাটোর জেলা সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম।
ধামরাইয়ে মিছিল-সমাবেশ
ঢাকার ধামরাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ করেছে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ জনগণ অংশ নেয়। সোমবার উপজেলার থানা রোড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এসে জড়ো হয়ে প্রতিবাদ জানান তারা। পরে মিছিল নিয়ে ঢুলিভিটা হয়ে ধামরাই বাজারসহ পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
নরসিংদীতে ক্লাস বর্জন
গাজায় গণহত্যার প্রতিবাদে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেন নরসিংদীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের বিভিন্ন স্কুল কলেজসহ বিভিন্ন উপজেলার সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
ঝিনাইদহে বিক্ষোভ
ফিলিস্তিনে হামলা ও গণহত্যার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে ঝিনাইদহবাসীর আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।
বিক্ষোভে উত্তাল রাঙামাটি
রাঙামাটিতে সকালে ‘নো ওয়ার্ক, নো ক্লাস’ কর্মসূচির পর দুপুরে শহরের বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সাধারণ মানুষ শহরের দোয়েল চত্ত্বরে যোগ দেন। সেখানে প্রতিবাদকারীরা ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে শ্লোগান দেন। এছাড়া সকালে পূর্বঘোষিত কর্মসূচি পালনের লক্ষ্যে রাঙাামটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীরা।
গোপালগঞ্জে বিক্ষোভ
গোপালগঞ্জে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার মানুষ। এছাড়া সমাবেশে বক্তারা ইসরাইল-আমেরিকান আগ্রাসনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন।
সাতক্ষীরায় মিছিল
সোমবার সকাল ১১টায় সাতক্ষীরা শহরের খুলনা রোড এলাকায় সাতক্ষীরা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সর্বস্তরের ছাত্র-জনতা।
এসময় সমাবেশে বক্তারা বলেন, গাজায় ইসরায়েলি হামলা একটি মানবতাবিরোধী অপরাধ। বিশ্ব সম্প্রদায়ের উচিত এখনই নির্দিষ্ট ও কার্যকর ভূমিকা গ্রহণ করা।
ফেনীতে ইসরায়েলি পণ্য বর্জনের ডাক
আজ সকাল থেকে বিক্ষোভকারীদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে ফেনী। এ সময় ‘ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব চায়’, ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন কর’, ‘ইসরাইলের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’ বলে স্লোগান দেন বিক্ষোভকারীরা।
সামাজিক সংগঠক ওসমান গনি রাসেল বলেন, “এই মুহূর্তে গাজায় যা চলছে, তা গণহত্যার চেয়েও ভয়াবহ। জাতিসংঘ, মানবাধিকার সংগঠনগুলো মুখে কুলুপ এঁটে বসে আছে। আমরা এর নিন্দা জানাই।”
ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী আব্দুল আজিজ বলেন, “আমরা শুধু কান্না নয়, পদক্ষেপ চাই। আমাদের ঘরে ঢুকে থাকা প্রতিটি ইসরায়েলি পণ্যই যেন গাজায় পড়ে থাকা শিশুর নিথর দেহের কথা মনে করিয়ে দিচ্ছে। আজ এবং এখন থেকেই সব ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে।”
লক্ষ্মীপুরে নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ
গাজা ও রাফায় ইসরায়েলের নৃশংস হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এসময় বিক্ষুব্ধ জনতা ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করেন।
বিক্ষোভকারীরা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তোলেন। এসময় নারী শিক্ষার্থীরাও স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন।
পঞ্চগড়ে বিক্ষোভ
পঞ্চগড়ে সোমবার বিকেলে আদালত এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে ছাত্র জনতার পাশাপাশি বিভিন্ন ইসলামী ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। তাদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন প্লাকার্ড ছিল।
সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি জুলফিকার আলী, সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক আহসান হাবিব সরকার, জাগপা পঞ্চগড়ের সহসভাপতি শামসুজ্জামান নয়ন, ইসলামী আন্দোলন পঞ্চগড়ের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ।
টাঙ্গাইলে ছাত্র ফেডারেশনের সংহতি সমাবেশ
টাঙ্গাইলে ফিলিস্তিনের পক্ষে ছাত্র ফেডারেশনের সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের উদ্যোগে টাঙ্গাইল কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে এই সমাবেশের আয়োজন করা হয়। ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং অবিলম্বে গণহত্যা বন্ধের আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।
বক্তারা বলেন, বাংলাদেশের ছাত্রসমাজ সবসময় নিপীড়িত মানুষের পক্ষে, ফিলিস্তিনের জনগণের মুক্তি সংগ্রামের পক্ষে। আমরা ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে কঠোর অবস্থান গ্রহণের দাবি জানাই।বাংলাদেশের সরকারের কাছেও আহ্বান ফিলিস্তিনের পক্ষে সোচ্চার হওয়ার জন্য।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বীথি, দপ্তর সম্পাদক প্রেমা সরকার, পৌর কমিটির আহবায়ক আদিবা হুমায়রা, সদস্য আবির হোসেন, গণসংহতি আন্দোলন সদর উপজেলার সংগঠক তুষার আহমেদ ও সদস্য কানিজ ফাতেমা।
কুমিল্লা ছিল উত্তাল
ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আজ দিনভর কুমিল্লা নগরীসহ ও জেলার প্রতিটি উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিকেল ৫টায় কুমিল্লা টাউনহল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় জামায়াতের কেন্দ্রীয় ও মহানগরী নেতারা বক্তব্য রাখেন। জেলার বিভিন্ন স্থানে বিএনপি এবং বিএনপির সহযোগী সংগঠন পৃথকভাবে প্রতিবাদী মিছিল বের করে।
কেরানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ
সোমবার বিকেলে কেরানীগঞ্জের কদমতলী গুল চত্বরে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। এতে দলটির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন।
বগুড়ায় বিক্ষোভ
ফিলিস্তিনীদের ওপর হামলার প্রতিবাদে ও ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল হয়েছে। শহরের সাতমাথায় ছাত্র-তৌহিদী জনতার ব্যানারে এই মিছিল হয়। এসময় শহরের সাতমাথায় অবস্থিত বাটার শো-রুমে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা।
বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন জানান, বিক্ষোভ মিছিল থেকে দুই-একজন বাটার শো রুমের কাচে ঢিল ছুড়ে মারেন। ফলে কাচ ভেঙে যায়। এছাড়া বড় ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।
বরিশালে কেএফসির সামনে বিক্ষোভ
ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলার ঘটনায় সোমবার দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত বিক্ষোভ হয়। এসময় নগরীর বগুড়া রোডে অবস্থিত কেএফসি বন্ধের দাবি জানান বিক্ষোভকারীরা। এসময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থাকায় অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বিক্ষোভে অংশ নেওয়া চরমোনাই আলিয়া মাদরাসার শিক্ষার্থী আবু মুছা বলেন, “কেএফসি একটি ইসরায়েলি প্রতিষ্ঠান। এটি অবিলম্বে বন্ধ করতে হবে।”
বরিশাল কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান বলেন, “বিক্ষোভকারীরা কেএফসির সামনে সড়ক অবরোধ করে এবং সাইনবোর্ড ভাঙচুরের
চেষ্টা করেছে।”
[ প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন কাঞ্চন, মিলন, সাব্বির, রফিক, রুমন, রিটন, আরিফুল, হৃদয়, সোহাগ, শংকর, বাদল, তারেকুর. শাহীন, সাহাব, নাঈম, কাওছার, শিপন, রুবেল, জাহাঙ্গীর , এনাম ও পলাশ]
ঢাকা/সাইফ