ঢাকা     শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১২ ১৪৩২

ঝালকাঠিতে খালে নেমে শিক্ষার্থীর মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২২, ৭ এপ্রিল ২০২৫  
ঝালকাঠিতে খালে নেমে শিক্ষার্থীর মৃত্যু

প্রতীকী ছবি

ঝালকাঠি শহরের একটি খালে গোসল করতে নেমে পানিতে ডুবে মাহাদী নামের এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৭ এপ্রিল) দুপুরে ঝালকাঠি সদর হাসপাতাল সংলগ্ন গুরুদাম খালে তার মৃত্যু হয়। 

মারা যাওয়া মাহাদী শহরের এবায়দুল্লাহ জামে মসজিদের মুয়াজ্জিন আব্দুর রহিমের ছেলে। সে স্থানীয় একটি হেফজ মদরাসার শিক্ষার্থী ছিল। 

এলাকাবাসী জানান, বন্ধুদের সঙ্গে আজ ‍দুপুরে গুরুদাম খালে গোসল করতে নামে মাহাদী। তাকে ডুবে যেতে দেখে স্থানীয় কয়েকজন যুবক খালে নামেন। তাকে উদ্ধারের চেষ্টা করে ওই যুবকরা ব্যর্থ হন। ঘটনার দুই ঘণ্টা পর মাহাদীর মৃতদেহ স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। 

আরো পড়ুন:

পুলিশ জানায়, মাহাদী দুপুর সাড়ে ১২টার দিকে তিন-চার বন্ধুর সাথে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এসে উদ্ধার অভিযানে নামে। পরে স্থানীয়দের সহায়তায় মাহাদীর মৃতদেহ উদ্ধার হয়।

ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক মিলন মল্লিক বলেন, “বন্ধুদের সঙ্গে খালে গোসলে নেমে নিখোঁজ হয় মাহাদী। অনেক খোঁজাখুঁজির পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।” 

ঢাকা/অলোক/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়