মোটরসাইকেলের বেপরোয়া গতি, প্রাণ গেল যুবকের
নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

নিহত সাকিব মিয়া
নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের মানিকদী-লাখপুর সড়কের মানিকদী দড়িপাড়া মসজিদের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। নিহত মো. সাকিব মিয়া (১৮) উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর পূর্বপাড়া গ্রামের মুসা মিয়ার ছেলে। তিনি লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
দুর্ঘটনায় দুই জন আহত হয়েছেন। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন, লাখপুর পূর্বপাড়া গ্রামের রেনু লস্করের ছেলে মাসুম লস্কর (২০) ও মানিকদী দড়িপাড়া গ্রামের শওকত আলীর ছেলে সাব্বির হোসেন (২৪)। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচাত ভাই বাদল মিয়া।
পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, রবিবার (৬ এপ্রিল) রাত ৮টার দিকে মাসুম লস্কর ও সাকিব মিয়া মোটরসাইকেল নিয়ে ঘুরতে যায়। তারা বেপরোয়া গতিতে মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। মোটরসাইকেলটি মানিকদী দড়িপাড়া মসজিদের সামনে পথচারী সাব্বিরকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় মোটরসাইকেলে থাকা দুইজন ছিটকে পড়ে যায় এবং গুরুতর আহত হয়।
স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে শিবপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সাকিবকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত দুইজনের অবস্থা গুরুতর দেখে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর জন্য এ দুর্ঘটনা ঘটেছে। এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
ঢাকা/হৃদয়/বকুল