বান্দরবানে ৯ জনকে অপহরণ
বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম লুলাইন এলাকা থেকে তামাকক্ষেতের দুই মালিক ও সাত শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৮ এপ্রিল) রাত ৩টার দিকে তাদেরকে অপহরণ করা হয়। অপহৃতদের মধ্যে তামাকক্ষেতের দুই মালিক হলেন— চকোরিয়ার সুরেজপুর এলাকার মো. ভুট্টু ও লামার লুলাইন এলাকার বাসিন্দা আবু তাহের। সাত শ্রমিকের পরিচয় জানা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানিয়েছেন, তামাকক্ষেতের মালিক ও শ্রমিকরা কাজ শেষে খামার ঘরে ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তাদেরকে অপহরণ করে নিয়ে যায়। ওই এলাকায় মোবাইল ফোনের নেটওয়ার্ক নেই। মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেছেন, অপহৃতদের উদ্ধারে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালাচ্ছে।
বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবদুল করিম বলেছেন, গত রাত ৩টার দিকে ৯ জনকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। তাদের মধ্যে দুই জন তামাকক্ষেতের মালিক এবং বাকিরা শ্রমিক। তাদেরকে উদ্ধারে অভিযান চলছে।
ঢাকা/চাইমং/রফিক