ফরিদপুরে বাস উল্টে খাদে, নিহত ৫
ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

মঙ্গলবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কে বাখুন্ডা এলাকায় দুর্ঘটনা ঘটে
ফরিদপুরে যাত্রীবাহী একটি বাস উল্টে খাদে পড়ে পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৫ জন।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কে বাখুন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান রাইজিংবিডিকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুত গতির কারণে দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে 'ফারাবি' নামের একটি বাস রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিয়ে খাদে উল্টে পড়ে। এতে অন্তত ৫ জন নিহত ও ৩৫ জন আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।
ঢাকা/তামিম/ইভা