ঢাকা     রোববার   ২৭ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৪ ১৪৩২

নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারো মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

বান্দরবান প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৮, ৮ এপ্রিল ২০২৫   আপডেট: ১৭:৩৪, ৮ এপ্রিল ২০২৫
নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারো মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে মো. তৈয়ব (৩৫) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। তার ডান পায়ের গোড়ালি বিছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জারুলিয়া ছড়ি বিওপি’র সীমান্তবর্তী ৪৬-৪৭ নম্বর পিলারের  শূন্যরেখায় মিয়ানমারের অভ্যন্তরে ঘটনাটি ঘটে। নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুরুল হক এতথ্য জানান।

আহত তৈয়ব নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের কম্বোনিয়া এলাকার ছাবের আহমদের ছেলে।

আরো পড়ুন:

স্থানীয়রা জানান, গরু ও বিভিন্ন পণ্য নিয়ে মিয়ানমার থেকে ফিরছিলেন তৈয়ব। জারুলিয়াছড়ি বিওপি’র ৪৬-৪৭ সীমান্ত পিলারের শূন্যরেখায় মিয়ানমারের অভ্যন্তরে আরকান বাহিনীর পুঁতে রাখ স্থলমাইন বিস্ফোরিত হয়। এসময় ওই যুবকের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে যান।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুরুল হক বলেন, “সীমান্তে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে খবর পেয়েছি। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।”

ঢাকা/চাইমং/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়