ঢাকা     শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১২ ১৪৩২

খুলনা

কেএফসি, ডোমিনোজ ও বাটার শোরুমে হামলার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৫, ৯ এপ্রিল ২০২৫   আপডেট: ১০:২৬, ৯ এপ্রিল ২০২৫
কেএফসি, ডোমিনোজ ও বাটার শোরুমে হামলার ঘটনায় মামলা

খুলনায় কেএফসি, ডোমিনোজ ও বাটার শোরুমে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সোনাডাঙ্গা মডেল থানায় পৃথক তিনটি মামলা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে দায়ের হওয়া এসব মামলায় অজ্ঞাত প্রায় ২ হাজার ৯০০ জনকে আসামি করা হয়েছে।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘‘বাটার শোরুমের ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ম্যানেজার তৌহিদুল ইসলামের দায়ের করা মামলায় ১২০০-১৩০০ জন, কেএফসি ম্যানেজার সুজন মন্ডলের মামলায় ৭০০-৮০০ জন এবং ডোমিনোজ পিৎজার ম্যানেজার শামসুল আলমের দায়ের করা মামলায় আরো ৭০০-৮০০ জনকে আসামি করা হয়েছে। পৃথক মামলার এজাহারে বাদী তাদের নিজ প্রতিষ্ঠান ভাঙচুর, সম্পদ ও অর্থ লুটপাটের কথা উল্লেখ করেছেন।’’

তিনি আরো বলেন, ‘‘সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্য ও তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের আশপাশে অন্য ব্যবসায়ীদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। এছাড়া, সোমবার রাতে নগরীর বিভিন্ন স্থান থেকে আটক ৩১ জনকে পৃথক তিন মামলায় গ্রেপ্তার দেখানো হবে।’’

আরো পড়ুন:

উল্লেখ্য, গত সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় ইসরায়েল বিরোধী বিক্ষোভ থেকে একদল সুযোগসন্ধানী মানুষ কেএফসি, বাটা ও ডমিনোজ পিৎজার শোরুমে হামলা, ভাঙচুর ও লুটপাট করে।

ঢাকা/নূরুজ্জামান/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়