ঢাকা     বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৪ ১৪৩২

গোপালগঞ্জে ভুয়া পুলিশ সদস্য আটক

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৪, ৯ এপ্রিল ২০২৫  
গোপালগঞ্জে ভুয়া পুলিশ সদস্য আটক

গোপালগঞ্জে উৎপল মন্ডল ওরফে গৌতম মন্ডল (৪২) নামের এক ভুয়া পুলিশ সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার ঘোনাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

উৎপল মন্ডল ওরফে গৌতম মন্ডলের বাড়ি জেলার মুকসুদপুর উপজেলার দিস্তাইল গ্রামে। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘পুলিশের এসআই পরিচয় দিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করছিলেন উৎপল। স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তিনি নিজের অপরাধ স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

আরো পড়ুন:

ঢাকা/বাদল/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়