বাসচালকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ, ৫ ঘণ্টা পর স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

বাসচালককে মারধর করায় শ্রমিকরা বুধবার সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। দুর্ভোগে পড়া যাত্রীরা ভ্যান ভাড়া করে গন্তব্যে রওনা হন
বাগেরহাটের কাটাখালি এলাকায় একজন বাসচালককে মারধর করার প্রতিবাদে খুলনার পূর্ব রূপসা বাসস্ট্যান্ড থেকে বাস চলাচল বন্ধ করে আন্দোলন করেছেন শ্রমিকরা।
বুধবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে হামলার ঘটনায় আইনী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনকারীরা সড়ক থেকে সরে যান। ফলে পাঁচ ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বাস শ্রমিকরা জানান, আজ ভোরে রূপসা থেকে মোংলা রুটে যাত্রী নিয়ে রওনা হন বাসচালক বাচ্চু। কাটাখালী বাসস্ট্যান্ডে যাত্রী তোলার সময় মাহিন্দ্রা শ্রমিকদের বাঁধার মুখে পড়েন তিনি। একপর্যায়ে মাহিন্দ্রা শ্রমিকরা বাসচালক বাচ্চুকে মারধর করে। পরে বাচ্চু পূর্ব রূপসা বাসস্ট্যান্ডে পৌঁছান, তার কাছ থেকে ঘটনা জানতে পেরে বাস শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।
একপর্যায়ে আন্দোলনকারীরা মোংলা, বাগেরহাট, রামপাল, ভান্ডারকোট রুটের বাস চলাচল বন্ধ করে দেন। পরে শ্রমিকরা হাইওয়ে রোডের কুদির বটতলা মোড়ে সড়ক অবরোধ করে সব প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেন। এতে ঢাকাসহ দক্ষিণ অঞ্চলের ২১ জেলার সব রুটে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এ কারণে এসব রুটে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
রূপসা থানার ওসি মুহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “সেনাবাহিনী, কোস্টগার্ড এবং বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করে মাহেন্দ্র চলাচল বন্ধ এবং চালকের ওপর হামলার ঘটনায় আইনী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করে নেন। বর্তমানে পূর্ব রূপসা বাসস্ট্যান্ড ও হাইওয়েতে সব প্রকার যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।”
ঢাকা/নূরুজ্জামান/মাসুদ