টাঙ্গাইলে ৭ দাবিতে এ আই টেকনিশিয়ানদের কর্মবিরতি
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

বকেয়া বেতন ও ভাতাসহ ৭ দাবিতে টাঙ্গাইলে কর্মবিরতি ও মানববন্ধন করেছেন এ আই টেকনিশিয়ারা। বুধবার (৯ এপ্রিল) দুপুরে বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির টাঙ্গাইল জেলার উদ্যোগে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের সামনে এ কর্মসূচি পালিত হয়।
এসময় বক্তব্য রাখেন- জেলা এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক সুরুজ মিয়া, এ আই টেকনিশিয়ান আব্দুল করিম মিয়া, হারুন অর রশিদ। কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলার এ আই টেকনিশিয়ানরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে তাদের ৭ দফা দাবি পূরণ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলমান থাকবে। পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।
এ আই টেকনিশিয়ানদের দাবিগুলো হলো- দৈনিক হাজিরা ভিত্তিতে মজুরি প্রদান অথবা সম্মান জনক সম্মানী ভাতা প্রদান করতে হবে। একই ইউনিয়নে একাধিক নিয়োগ বন্ধ করতে হবে। চাহিদা মোতাবেক সিমেন সরবরাহ নিশ্চিত করতে হবে। সরকারি এ আইদের মতো বেসরকারি এআইদের রিপোর্ট প্রদান নিশ্চিত করতে হবে। সরকারি সিমেনের বিরুদ্ধে কোম্পানি কর্তৃক অপপ্রচার রোধ করতে হবে। এতগুলো কোম্পানিকে এ আইর অনুমোদন দেওয়ার পরও সরকারি এ আইদের ওপর চাপিয়ে দেওয়া টার্গেট অযৌক্তিক। সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী যোগ্য এ আইদের এফএএআই পদে নিয়োগ করতে হবে।
ঢাকা/কাওছার/মাসুদ