ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় দুই চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৭, ৯ এপ্রিল ২০২৫  
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় দুই চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন।

জেলার সরাইল ও বিজয়নগর উপজেলায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।

খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মামুন রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘‘বুধবার সকালে সরাইলের কুট্টাপাড়া এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. রাসেল হোসেন (২৭) নামে একজন ট্রাক চালক মারা যান। এ ঘটনায়  ট্রাকে থাকা আরো তিনজন আহত হয়েছেন। অন্যদিকে মঙ্গলবার রাতে বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুরে গাড়ি চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক মো. ফয়সাল (২৭) নিহত হয়েছেন।’’

নিহত ফয়সালের বাড়ি সরাইল উপজেলায়। রাসেল হোসেনের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলায়। তার বাবার নাম আব্দুল আজিজ। 

রুবেল//

সর্বশেষ

পাঠকপ্রিয়