ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এসএসসি পরীক্ষা: কুমিল্লায় ছাত্রের চেয়ে ছাত্রী বেশি ২৯ হাজার

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৯, ৯ এপ্রিল ২০২৫  
এসএসসি পরীক্ষা: কুমিল্লায় ছাত্রের চেয়ে ছাত্রী বেশি ২৯ হাজার

ফাইল ফটো

এবারের এসএসসি পরীক্ষায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ছাত্রদের চেয়ে ২৯ হাজার ৩৮০ জন বেশি ছাত্রী অংশ নিচ্ছেন। কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে সারা দেশে শুরু হচ্ছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এবছর এসএসসি পরীক্ষার্থী রয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন। যা গত বছরের তুলনায় ১৩ হাজার ৭৪৮ জন বেশি। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর নিয়ে গঠিত এই শিক্ষা বোর্ড। 

আরো পড়ুন:

কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষায় ছাত্রদের চেয়ে ছাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি। মোট পরীক্ষার্থীর মধ্যে ৯৯ হাজার ৫৩০ জন ছাত্রী। ৭০ হাজার ১৫০ জন ছাত্র। অর্থাৎ, ২৯ হাজার ৩৮০ জন বেশি ছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছেন। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা এই তিনটি বিভাগেই শিক্ষার্থীদের অংশগ্রহণ রয়েছে। বিজ্ঞান বিভাগে ৫৯ হাজার ৩৬৬ জন, মানবিক বিভাগে ৫৫ হাজার ৬৫২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৪ হাজার ৬৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় বসবে।

অন্যদিকে, কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার ২৩ হাজার ৩৫১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে না। গত বছর ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ৫৫ হাজার ৯৩২ জন, যেখানে নিবন্ধন করেছিল ২ লাখ ৯ হাজার ৩৩৭ জন এবং অনুপস্থিত ছিল ৫৩ হাজার ৪০৫ জন।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম বলেন, “আমরা একটি নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু, সুন্দর ও শৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। ইতোমধ্যে প্রতিটি কেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছে দেওয়া হয়েছে এবং কেন্দ্র সচিবদের সাথে সভাও অনুষ্ঠিত হয়েছে।”

তিনি আরো বলেন, ‍“আইনশৃঙ্খলাসহ যাবতীয় প্রস্তুতি শেষ। বৃহস্পতিবার থেকে সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে।”

কুমিল্লা জিলা স্কুলের শিক্ষার্থী আরিয়ান আব্দুল্লাহ বলেন, “রাজনৈতিক অস্থিরতার কারণে মাঝে কিছুদিন বিদ্যালয়ে ক্লাস বন্ধ থাকলেও শিক্ষকদের সহায়তায় ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পেরেছি।” 

একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল হাফিজ বলেন, “দেশের পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে, আমরা সবাই মিলে তা কাটিয়ে ওঠার চেষ্টা করেছি। আশা করি, পরীক্ষার্থীরা ভালো ফলাফল করবে।”

এদিকে, পরীক্ষা চলাকালীন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং সকল কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে।

ঢাকা/রুবেল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়