ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১৪ বাংলাদেশিকে ফেরত দিল ভারত

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৯, ৯ এপ্রিল ২০২৫   আপডেট: ২২:৫৫, ৯ এপ্রিল ২০২৫
১৪ বাংলাদেশিকে ফেরত দিল ভারত

ভারতে বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর দেশে ফিরেছেন ১৪ বাংলাদেশি নাগরিক। বুধবার (৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন।

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে বিভিন্ন সময় তারা দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছিলেন। 

আরো পড়ুন:

ফেরত আসা বাংলাদেশিরা হলেন- জামালপুরের বক্সিগঞ্জ থানার মো. উমর ফারুখ (২৬), কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানার মো. হুমায়ুন কবির (২৬), শেরপুর জেলার ঝিনাইগাতী থানার মো. রাসেল মিয়া (২০), ফরিদপুরের নগরকান্দা থানার মো. সুজন মোল্লা (৩৬), নরসিংদীর শিবপুর থানার মো. ইউসুফ মিয়া (২৩), রাজশাহীর গোদাগঞ্জ থানার মো. সাহেব আলী (২৩), একই এলাকার মো. মিজানুর রহমান (২৬), মো. সোহেল রানা (২৫), মো. আবু বক্কর (২৩), মো. আব্দুল করিম (৪৫), নেত্রকোনার কলমাকান্দা থানার মো. শামীম (৩৭), একই এলাকার মো. হাবিবুল্লাহ (৩৪), মো. নাজির আহমেদ (৪০) ও ময়মনসিংহের মুক্তাগাছা থানার মো. বিপ্লব মিয়া (২২)।

তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই মো. শামীম মিয়া জানান, ফেরত আসা ১৪ বাংলাদেশি নাগরিক বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেন। পরে তারা সে দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও পুলিশের হাতে আটক হন। তাদের আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাভোগ শেষে আজ বুধবার ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিজিবি-বিএসএফ এর উপস্থিতিতে তাদের বাংলাদেশ ইমিগ্রেশনের কাছে হস্তান্তর করে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

ঢাকা/নূর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়