গাজীপুরে কৃষকদল নেতাকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

নিহত রাকিব মোল্লা
গাজীপুরে ইন্টারনেট ব্যবসার বিরোধের জেরে মো. রাকিব মোল্লা (২৯) নামে কৃষকদলের এক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১১ এপ্রিল) রাত পৌনে ১০টায় গাজীপুর মহানগরের সদর থানার দাক্ষিণখান এলাকায় এ ঘটনা ঘটে।
রাকিব মোল্লার বাসা দাক্ষিণখানে। তারা বাবার নাম ইব্রাহিম মোল্লা। তিনি গাজীপুর সদর থানার কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনরা জানান, দীর্ঘদিন ওই এলাকায় মো. ইন্তাজ ও মো. সেলিম মিয়া নামে দুজন অংশিদারভিত্তিতে ক্যাবল টিভি ও ইন্টারনেট সংযোগের ব্যবসা করছিলেন। সম্প্রতি মো. রাকিব মোল্লা সেই ব্যবসা তার দখলে নেন। এ নিয়ে ওই এলাকায় উত্তেজনা চলছিল। শুক্রবার রাত ৯টার দিকে মো. রাকিব মোল্লা দাখিণখান এলাকায় অবস্থান করছেন এমন খবরে ইন্তাজ ও সেলিমমিয়াসহ অন্তত সাত জন দেশীয় অস্ত্র নিয়ে সেখানে আসেন। প্রথমে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা রাকিবের ওপর হামলা চালায়। দায়ের কোপে রাকিব গুরুতর আহত হন। তার চিৎকারে আশপাশের লোকজন এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/রেজাউল/ইভা