সম্পত্তি লিখে না দেওয়ায় বাবাকে হাত-পা বেঁধে গরম পানি ঢেলে নির্যাতন
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

কুমিল্লার লাকসামে সন্তানদের নামে সম্পত্তি লিখে না দেওয়ায় আবদুল জলিল (৬০) নামে এক ব্যক্তিকে হাত-পা বেঁধে গরম পানি ঢেলে নির্যাতন করার অভিযোগ উঠেছে তার স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে লাকসাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের ১ মিনিট ৪৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।
ভিডিওতে দেখা যায়, বাড়ির উঠানে বাবাকে টেনে-হিঁচড়ে হাত-পা বেঁধে তার মুখে গরম পানি ঢালা হচ্ছে। ওই সময় আবদুল জলিল সাহায্যের জন্য চিৎকার করছিলেন।
স্থানীয়রা জানান, নির্যাতনকারীরা হলেন জলিলের স্ত্রী রিনা আক্তার (৪৫), ছেলে শান্ত (২৮), নোমান (২০), রকি (১৬), এবং মেয়ে নাজমিন (২৬) ও নুপুর (১৩)। প্রবাসে থাকা বড় ছেলে শান্ত দীর্ঘদিন ধরে সম্পত্তি তার নামে লিখে দেওয়ার জন্য বাবাকে হুমকি দিয়ে আসছিলেন।
বৃহস্পতিবার বিকালে নির্যাতনের পর আহত অবস্থায় স্থানীয়রা জলিলকে উদ্ধার করেন। তিনি জানান, স্ত্রী ও সন্তানেরা তাকে দীর্ঘদিন ধরে ভরণপোষণ না দিয়ে নানা নির্যাতন করে আসছিল। সম্প্রতি টাকা লেনদেন ও সম্পত্তি নিয়ে ঝামেলার জেরে তাকে মারধর করা হয়। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
শুক্রবার লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে যায়। লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা বলেন, নির্যাতনের ভিডিওটি আমাদের নজরে এসেছে। এ ঘটনায় নির্যাতিত আবদুল জলিল থানায় তার সন্তানদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/রুবেল/ইভা