ঢাকা     রোববার   ২৭ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৪ ১৪৩২

মোংলার চ্যানেলে ভাসছিল অচেনা নারীর মরদেহ 

বাগেরহাট প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৪, ১৩ এপ্রিল ২০২৫  
মোংলার চ্যানেলে ভাসছিল অচেনা নারীর মরদেহ 

নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে

বাগেরহাটের মোংলা ঘষিয়াখালি চ্যানেলে ভাসছিল একজন অচেনা নারীর মরদেহ, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উদ্ধার করেছে নৌ পুলিশ। 

রবিবার (১৩ এপ্রিল) সকালে নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে। 

পুলিশ জানায়, সকালে ঘষিয়াখালি চ্যানেলে মরদেহটি ভাসমান অস্থায় দেখতে পায় স্থানীয়রা। তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহের পরনে গাড়ো সবুজ পেটিকোট এবং লাল রঙের মেক্সি ছিল। 

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, এ নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করার প্রস্তুতি চলছে।

ঢাকা/শহিদুল/টিপু 


সর্বশেষ

পাঠকপ্রিয়