ঢাকা     রোববার   ২৭ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৪ ১৪৩২

ফুলবাড়ীতে কালবৈশাখী: গাছ উপড়ে ঘরে চাপা পড়ে একজনের মৃত্যু 

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৫, ১৩ এপ্রিল ২০২৫  
ফুলবাড়ীতে কালবৈশাখী: গাছ উপড়ে ঘরে চাপা পড়ে একজনের মৃত্যু 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। 

রবিবার (১৩ এপ্রিল) ভোর ৪টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া জকুরটল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম ছকিলা বেগম (৫৫)। তিনি ওই গ্রামের গোলাম হোসেনের স্ত্রী। 

স্থানীয়রা জানান, স্বামী বাড়িতে না থাকায় নিজ ঘরে একাই ঘুমিয়ে পড়েন ছকিলা বেগম। রাত ৪টার দিকে প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড় উঠলে ঘরের পাশে থাকা বড় একটি গাছ উপড়ে ছকিলা বেগমের ঘরের ওপর পড়ে। গাছের চাপায় ঘরেই তার মৃত্যু হয়।

আরো পড়ুন:

ঝড় থামার পরে পরিবারের অন্য সদস্যরা ঘরের ওপর গাছ পড়ে থাকা দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে গাছ সরিয়ে ওই নারীর মৃতদেহ দেখতে পায়।

ফুলবাড়ী থানার ওসি শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়