নরসিংদীতে নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ফাইল ফটো
নরসিংদীর শিবপুর থানার ভরতেরকান্দি গ্রামের একটি বাড়ি থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৩ এপ্রিল) দুপুরে তার মরদেহ উদ্ধার হয়। পুলিশের ধারণা, স্ত্রী খাদিজা আক্তারকে (৩৫) হত্যার পর স্বামী তারেক মিয়া (৪০) পালিয়ে গেছেন।
নিহতের স্বজনরা জানান, আজ সকালে সাড়া শব্দ না পেয়ে বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তারা সেখানে খাদিজার মরদেহ দেখতে পান। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের গলায় আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ। গতকাল শনিবার রাতের কোনো এক সময় হত্যা করা হয়েছে খাদিজাকে। স্বামী তারেকের সঙ্গে খাদিজার দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল।
শিবপুর থানার ওসি আফজাল হোসেন বলেন, “নিহতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার স্বামী তারেক মিয়া পলাতক। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/হৃদয়/মাসুদ