র্যাব পরিচয়ে নারীদের সাথে প্রতারণা করতেন সাগর
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

সাগর
নিজেকে র্যাব পরিচয় দিয়ে একাধিক নারীকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণার অভিযোগে শিহাব হোসেন সাগর (২১) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। এসময় তার কাছ থেকে বিভিন্ন ধরনের ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
গতকাল শনিবার (১৩ এপ্রিল) র্যাব-১২ বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের দারিয়াল হাজরাদীঘি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
রবিবার (১৪ এপ্রিল) দুপুরে র্যাবের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সাগর হাজরাদীঘি গ্রামের মো. আব্দুল হান্নানের ছেলে।
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটক সাগর র্যাব পরিচয় দিয়ে বিভিন্ন নারীর সাথে সম্পর্ক গড়ে তুলতেন। এরপর সাথে ভিডিও কলে এবং সরাসরি অন্তরঙ্গ সম্পর্কে জড়াতেন। ওই মুহূর্তগুলো সাগর ভিডিও রেকর্ড করে পরে সেই সব নারীদের ব্ল্যাক মেইল করতেন। বার বার শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করতেন।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম আবুল হাশেম সবুজ বলেন, “একজন প্রতারক শুধু নারী নয়, র্যাবের মতো একটি গর্বিত বাহিনীর নাম ব্যবহার করে সাধারণ মানুষের বিশ্বাসকেও ঠকাচ্ছিল। সাইবার অপরাধ এবং সামাজিক মূল্যবোধ ধ্বংসকারী এইসব প্রতারকদের বিরুদ্ধে র্যাব কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।”
ঢাকা/এনাম/এস