সিরাজগঞ্জে জমি দখল নিয়ে সংঘর্ষে নিহত ১, বিএনপির ২ নেতার পদ স্থগিত
সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

সরকারি খাস জমি দখলকে কেন্দ্র করে সিরাজগঞ্জের শাহজাদপুরে দুই পক্ষের সংঘর্ষে মদিন মোল্লা (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বসতবাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
এদিকে, সংঘর্ষের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রুপবাটি ইউনিয়ন বিএনপির দুই নেতার পদ স্থগিত এবং যুবদল ও ছাত্রদলের দুই নেতার পদ স্থগিতের নির্দেশনা দিয়েছে জেলা বিএনপি। রবিবার (১৩ এপ্রিল) জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এর আগে, আজ দুপুরে শাহজাদপুরের রুপবাটি ইউনিয়নের বড়ধুনাইল গ্রামে ঘটনাটি ঘটে। নিহত মদিন মোল্লা (৫৫) বড়ধুনাইল গ্রামের মৃত সগির মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বড়ধুনাইল গ্রামে সরকারি খাস জমি দখলকে কেন্দ্র করে জাফর ও যুবদল নেতা আব্দুর রাজ্জাকের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। এরই জেরে গত শুক্রবার (১০ এপ্রিল) রাতে রাজ্জাকের পক্ষের লোকজন প্রতিপক্ষের বাড়িঘর ঘেরাও করে রাখে। এতে ভয়ে ওই সব বাড়ির পুরুষরা পালিয়ে যান। গত শনিবার (১১ এপ্রিল) সকালে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তারা প্রতিপক্ষের বাড়িতে হামলা চালায়। ওই সময় অন্তত ১০টি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়। এতে বাধা দিতে গেলে অন্তত ১৫ জন নারী-পুরুষ আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজ রবিবার সকালে ওই সব বসতবাড়িতে আবারো হামলা করা হয়। এতে বাঁধা দিতে গেলে জাফরের পক্ষের মদিন মোল্লাকে তার নিজ বাড়ির সামনে পিটিয়ে হত্যা করা হয়। এসময় আরো অন্তত ৫ জন আহত হন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
শাহজাদপুর থানার ওসি আসলাম আলী বলেন, “ঘটনাস্থলে পৌঁছার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। মদিন মোল্লাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।”
এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে রুপবাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন লিটন ও সাবেক যুগ্ম-সম্পাদক আব্দুল হালিম সেখের পদ স্থগিত এবং ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সেখ ও একই ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইনজাজাম সেখের দলীয় পদ স্থগিতের জন্য জেলা যুবদল ও ছাত্রদলকে নির্দেশনা দিয়েছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। এছাড়াও ঘটনার তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।
ঢাকা/অদিত্য/মাসুদ