ঢাকা     রোববার   ২৭ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৪ ১৪৩২

‘মার্চ ফর গাজা’ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঐক্য: সারজিস

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৪, ১৩ এপ্রিল ২০২৫   আপডেট: ২০:২৮, ১৩ এপ্রিল ২০২৫
‘মার্চ ফর গাজা’ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঐক্য: সারজিস

রবিবার দুুপুরে পঞ্চগড়ে শহীদ সাগর ইসলামের কবর জিয়ারত করেন সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‍“বাংলাদেশের মানুষের মধ্যে ফিলিস্তিনের মজলুমদের পাশে দাঁড়ানোর প্রয়াসে সবচেয়ে বড় ঐক্য সেটা আমরা দেখেছি গতকাল (১২ এপ্রিল)। বাংলাদেশের ৫৩-৫৪ বছরের ইতিহাসে প্রথমবার লক্ষ্য লক্ষ্য মানুষ দলমত নির্বিশেষে, কোনো ব্যানার না রেখে শুধুমাত্র গাজার মজলুম ভাইদের প্রতি সমর্থন জানিয়ে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালন করেছেন।”

রবিবার (১৩ এপ্রিল) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের নায়েক পাড়ায় গণঅভ্যুত্থানে শহীদ সাগর ইসলামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, “আমরা পুরো বাংলাদেশের পক্ষ থেকে বিশ্বকে একটি বার্তাই দিতে চাই যে, ফিলিস্তিনের গাজায় যেটা হচ্ছে- এটা একটা গণহত্যা। এই গণহত্যার রক্তের দাগ নেতানিয়াহুর হাতে আছে। এই রক্তের দাগ নেতানিয়াহুকে যারা বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা করছেন তাদের প্রত্যেকের গায়ে আছে।” 

আরো পড়ুন:

তিনি বলেন, “আমি বাংলাদেশের একজন মানুষ হিসেবে স্পষ্ট করে পৃথিবীর কাছে এই আহ্বানটুকু জানাই- আপনারা আপনাদের জায়গা থেকে গাজার মজলুম ভাইদের পক্ষে কথা বলা শুরু করুন।” 

তিনি আরো বলেন, “গাজায় যে বর্বরতা আর গণহত্যা চলছে, এগুলো যদি ঘটতে দেওয়া হয়, তাহলে তা আর গাজায় সীমাবদ্ধ থাকবে না। এটা একদিন পুরো পৃথিবীতে ছড়িয়ে যাবে। গণহত্যার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। আমরা গাজার ভাইদের বলতে চাই, পুরো বাংলাদেশ আপনাদের সঙ্গে আছে, পুরো পৃথিবী আপনাদের সঙ্গে আছে।” 

এ সময় উপস্থিত ছিলেন- চাকলাহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম, শহীদ সাগরের বাবা রবিউল ইসলাম, নাগরিক পার্টির পঞ্চগড়ের সংগঠক তানবীরুল বারী নয়ন।

ঢাকা/নাঈম/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়