সাড়ে ৩ কোটি টাকার মালামাল লুট: ডাকাত গ্রেপ্তার
নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

গ্রেপ্তার পায়েল হোসেন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর ৩ কোটি ৩৪ লাখ ৩১ হাজার ৯৫০ টাকার মালামাল ডাকাতির ঘটনায় ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব।
রবিবার (১৩ এপ্রিল) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১১ এর উপপরিচালক মেজর অনাবিল ইমাম। গ্রেপ্তার ডাকাতের নাম পায়েল হোসেন (৩২)। তিনি সিদ্ধিরগঞ্জের জহির মিয়ার ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানাধীন এভেস্টা এ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রতিষ্ঠানে ৫০-৬০ জন দুষ্কৃতকারী কর্মীদের মারধর করে একটি কক্ষে আটকে রেখে ৩ কোটি ৩৪ লাখ ৩১ হাজার ৯৫০ টাকার মালামাল লুট করে ট্রাক যোগে পালিয়ে যায়। পরবর্তীতে এই ঘটনায় প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন।
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সাহায্যে ডাকাত পায়েলকে (৩২) সাইনবোর্ড এলাকা থেকে শুক্রবার (১১ এপ্রিল) গ্রেপ্তার করা হয়। আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।
ঢাকা/অনিক/বকুল