ঢাকা     রোববার   ২৭ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৪ ১৪৩২

নলকূপের পানি নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৮, ১৩ এপ্রিল ২০২৫  
নলকূপের পানি নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় গভীর নলকূপ থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রবিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার জলসুখা ইউনিয়নের মীরহাটি এলাকায় ঘটনাটি ঘটে। আজমীরিগঞ্জ থানার ওসি এবিএম মাঈদুল হাছান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়- উপজেলার জলসুখা ইউনিয়নের কিছু এলাকায় কয়েকদিন থেকে টিউবওয়েলে পানি উঠছে না। ফলে বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দেয়। গতকাল শনিবার সন্ধ্যায় মীরহাটি গ্রামের অলি মিয়ার ২০ বছর বয়সী মেয়ে মধ্যপাড়া গ্রামের মাদরাসার পেছনে ওয়াহিদ মিয়ার বাড়ির সামনের সরকারি গভীর নলকূপ থেকে পানি আনতে যান। এ সময় ওই গ্রামের আজমান মিয়ার ছেলে ওয়াসিম মিয়া পানি নিতে বাধা দেন। মেয়েটি প্রতিবাদ জানালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

আরো পড়ুন:

এ ঘটনার জেরে আজ রবিবার সকালে জলসুখা বাজারে আজমান মিয়া ও অলি মিয়ার স্বজনদের মধ্য হাতাহাতি হয়। পরে আজমান মিয়ার পক্ষ নিয়ে একদল লোক অলি মিয়ার স্বজনদের ওপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হন। 

আজমীরিগঞ্জ থানার ওসি এবিএম মাঈদুল হাছান বলেন, “সংঘর্ষ থামাতে পুলিশ তিন রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/মামুন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়